ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

শাহরুখ পুত্রকে ধরার নায়কও সেই ‘সমীর’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১৬:৪৭, ৩ অক্টোবর ২০২১

মাঝ সমুদ্রে কর্ডেলিয়া নামের একটি প্রমোদ তরী থেকে শাহরুখ পুত্রকে আটক করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সাহসী অফিসার 'সমীর ওয়াংখেড়'। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার 'সমীর' শাহরুখ পুত্রকে ধরার আগেও চোখ ধাঁধানো একের পর এক সফল অভিযান পরিচালনা করেছেন।

অভিনেতা সুশান্ত সিংহ রাজপূতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া, সব কিছুতেই নায়ক 'সমীর'।

২০১১ সালে আমদানি শুল্ক না দেওয়ায় সমীর মুম্বাই বিমানবন্দরে আটকে দেন বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। শেষ পর্যন্ত শুল্ক মিটিয়ে ট্রফি ছাড়াতে হয়। ২০১১ সালের ২ এপ্রিল সেই ট্রফিই উঠেছিল মহেন্দ্র সিংহ ধোনির হাতে।

২০১৩ সালে মুম্বাই বিমানবন্দরে সমীরের হাতে বিদেশি মুদ্রা-সহ ধরা পড়েন গায়ক মিকা সিংহ। এ ছাড়া অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল বর্মাদের বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলাতেও তল্লাশি চালিয়েছেন সমীর।

তার কাজের আরেকটি নমুনা হল, গত দু’বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তার দল।

পেশাগত জীবনে ঠিক যতটা কঠোর, ব্যক্তিজীবনে ততটাই নরম সমীর। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত গঙ্গাজল ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মরাঠি চলচ্চিত্র জগতে এক জন জনপ্রিয় অভিনেতা। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি