ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

কোলে ছোট্ট ‘সান্তা’, বড়দিনে বিশেষ পোস্টে শুভেচ্ছা নুসরাত জাহানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৫ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৯, ২৫ ডিসেম্বর ২০২১

সামনে ক্রিসমাস ট্রি সাজানো। আলোয় সাজানো হরিণও রয়েছে। তার সামনেই ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন অভিনেত্রী। কোলে লাল-সাদা সান্তা পোশাকে খুদে ইশান।

বড়দিনে সান্তা হাজির হয়েছে ইতিমধ্যেই। চারিদিকে আলোর রোশনাই। কচিকাঁচাদের মাথায় সান্তা টুপিও চোখে পড়ছে রাস্তায় বেরোলেই। একরত্তি ইশানকেও সান্তা পোশাকে সাজালেন অভিনেত্রী নুসরাত জাহান পোস্ট করলেন বড়দিনের বিশেষ ছবি।

অনুরাগীদের মন ছোঁয়া পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সামনে ক্রিসমাস ট্রি সাজানো। আলোয় সাজানো হরিণও রয়েছে। তার সামনেই ক্যামেরার দিকে পিছন করে বসে আছেন অভিনেত্রী। কোলে লাল-সাদা সান্তা পোশাকে খুদে ইশান।

মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এটা কেবলমাত্র একটা ঋতু নয়... এটা একটা অনুভূতি... আশা করি এই বড়দিন আপনাদের সকলের জীবনে আনন্দ, শান্তি, আশা, ভালবাসা নিয়ে আসবে। শুভ বড়দিন।'  

তার পোস্টে কমেন্টে ভালবাসা জানিয়েছেন একাধিক টালি তারকা। মিমি চক্রবর্তী, শিলাদিত্য সহ একাধিক তারকা ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট সান্তাকে।

সূত্র: এবিপি আনন্দ

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি