ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বন্যায় বিপর্যস্ত আসামের পাশে দাঁড়ালেন আমির খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২৮ জুন ২০২২

ভারতে আসাম রাজ্যে ব্যাপক বন্যায় প্রাণ কেড়েছে বহু মানুষের। অসংখ্য মানুষ হয়েছেন ঘর-বাড়ি ছাড়া। তাছাড়াও এই বন্যায় প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর এই লক্ষ লক্ষ মানুষের কষ্ঠের সময়ে তাদের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান।

এই বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে ইতোমধ্যেই আসামে কাজ করছে  ৭৫৯ টি ত্রাণ শিবির। এই ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছেন প্রায় ২ লাখের বেশির মানুষ। এছাড়াও, ৬৩৬টি কেন্দ্র থেকে ত্রাণ বিলি করা হচ্ছে বলেও জানিয়েছে এএসডিএমএ। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ২৫ লক্ষ টাকা দান করেছেন। আর এ জন্য আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।

তবে শুধুই আমির খান নন, এর আগে ত্রাণ তহবিলে অর্থদান করেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিচালক রোহিত শেট্টিও।

প্রসঙ্গত, প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩২টি জেলা কমবেশি ক্ষতিগ্রস্ত হলেও তার মধ্যেও মারাত্মক ক্ষতি হয়েছে বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, মাজুলি, নগাঁও, নলবাড়ি, শিবসাগরের। 

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি