ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

‘কালী’ নির্মাতাকে আদালতে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ১২ জুলাই ২০২২

তথ্যচিত্র ‘কালী’র পোস্টার নিয়ে বিতর্কের মধ্যে এর নির্মাতা রীনা মনিমেকলাইকে ডেকেছে দিল্লির একটি আদালত। 

এক আইনজীবীর করা মামলায় দিল্লির আদালত লীনা ও তার কোম্পানিকে তলব করেছে; ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। 

পড়াশোনার জন্য বর্তমানে কানাডায় অবস্থান করছেন তামিলনাড়ুর মেয়ে লীনা। 

এদিকে অবিলম্বে এই তথ্যচিত্র বন্ধের নির্দেশ মিলেছে উপরমহল থেকে। 

হিন্দু দেবীকে অশালীন ভাবে চিত্রিত করার অভিযোগে লীনার তৈরি তথ্যচিত্রের পোস্টার এবং প্রচার ভিডিয়োর বিরুদ্ধে মামলা দায়ের করেছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। প্রতিবাদে মুখর হয়েছে গেরুয়া শিবির। পোস্টারে ঠোঁটে জ্বলন্ত সিগারেট, হাতে এলজিবিটির সাতরঙা পতাকাধারী ‘কালী’কে মেনে নিতে পারেননি কট্টর হিন্দুরা। তাদের মতে, ছবির পোস্টার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। নৈতিকতা ও শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লীনাও পাল্টা বক্তব্যে জানান, তিনি এতে সমস্যার কিছু দেখছেন না। 

এভাবে শিল্পের কণ্ঠরোধ করা হচ্ছে দাবি তুলে প্রতিবাদ শানিয়েছেন তিনিও। যার জেরে একাধিক হুমকি পৌঁছেছে তার কাছে। এমনকি দেওয়া হয়েছে লোক দিয়ে ধর্ষণের হুমকিও।

লীনার দাবি, তথ্যচিত্রটি কানাডার টরন্টোর রাস্তায় এক ভবঘুরে মহিলাকে নিয়ে তৈরি। ঘুণ ধরা সমাজের বুকে দাঁড়িয়ে মুক্তি, স্বাধীনতার দাবিতে সোচ্চার হতে চেয়েছিল তার ‘কালী’। কিন্তু সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তিনি কি জিততে পারবেন? 

ডানপন্থীদের রোষের মুখে পড়ে ইতিমধ্যেই কানাডার আগা খান মিউজিয়ামও তথ্যচিত্রটির প্রদর্শন বন্ধ করে দিয়েছে।

সূত্র: বিবিসি, আনন্দবাজার পত্রিকা

এএইচএস
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি