ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

না ফেরার দেশে মডেল-অভিনেতা মিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৩:০৮, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মঞ্চ ও টিভি অভিনেতা মিশফাক আহমেদ চৌধুরী মিশু মারা গেছেন। 

শনিবার (৫ নভেম্বর) ভোরে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মিশু জাসদ, সিলেট মহানগর শাখা এবং সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ছিলেন। তিনি ৮০-৯০ দশকের জনপ্রিয় টিভি মডেল ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন মঞ্চ নাটকেও।

২০১৬ সাল থেকে তিনি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্বপালন করছিলেন। করোনাকালীন এবং সিলেটের ভয়াবহ বন্যায় সংস্কৃতিকর্মীদের কলের গাড়ির মাধ্যমে খাদ্য ও ত্রাণ সহায়তার অন্যতম উদ্যোক্তা ছিলেন মিশু।

মিশুর অকাল মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাদ মাগরিব হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি