ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমির খানের সঙ্গে ছবি করতে চান বিশ্বসুন্দরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাত্র দেশে ফিরেছেন বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করে ভারতের মানুষী ছিল্লার। দেশে এসেই এক সাক্ষাৎকারে জানালেন অভিনয়ে তার আগ্রহের কথা। আর ভক্তদেরও আশা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের পর্দা মাতাবেন মানুষী।

বিভিন্ন সংবাদ মাধ্যমে তার অভিনয় প্রসঙ্গের খবরের প্রেক্ষিতে  মানুষী সাংবাদিকদের জানান, আপাতত এ বিষয়ে কিছু না ভাবলেও ভবিষ্যতে আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করতে চান তিনি!

ইন্ডিয়া টুডে জানায়, দেশে ফিরে সাংবাদিকদের মানুষী বলেন, ‘এই বছরটা আমার জন্য অত্যন্ত আনন্দের। ভাবতেই ভালো লাগছে আগামী এক বছর ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের সঙ্গে দেশ-বিদেশ ঘুরে কাটাব। এ মুহূর্তে এটা নিয়েই ভাবছি।

বলিউড নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তবে ভবিষ্যতে আমির খানের সঙ্গে কোনো একটা সিনেমায় কাজ করতে চাই।’

এত নায়ক থাকতে কেন আমির খানের সঙ্গেই কাজ করতে চান তিনি?

এমন প্রশ্নের উত্তরে মানুষী বলে, ‘আমির খান একজন প্রতিভাবান অভিনেতা। তার সিনেমার গল্প ও বিষয়বস্তু ভিন্নধর্মী। তার ছবির চরিত্রগুলোও বেশ চ্যালেঞ্জিং। এ কারণেই তার সিনেমায় কাজ করতে চাই।’

‘মিস ওয়ার্ল্ড’ আসরে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে মানুষী বলেন, ‘প্রথমে আমাকে সবাই বলিউড অভিনেত্রী ভেবেছিল। পরে অবশ্য তাদের ভুল ভাঙে। আসলে সেখানে আমরা সবাই ছিলাম নতুন এবং কারও কাজের ক্ষেত্রে তেমন কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।’

সাক্ষাৎকারে মানুষী জানান, তার পছন্দের বলিউড অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয় অভিনেত্রীর দেখানো পথেই কি তবে বলিউড মাতাবেন ষষ্ঠ ভারতীয় ‘বিশ্বসুন্দরী’ মানুষী ছিল্লর?

মিস ওয়ার্ল্ড আসরে ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জনপ্রিয় ‘নাগর সঙ্গ ঢোল বাজে’ গানের সঙ্গে ধ্রুপদী নাচে পারদর্শী মানুষীর দুর্দান্ত পারফর্ম্যান্স তেমনটাই আশা যোগাচ্ছে ভক্তদের মনে। 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি