ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাম বদলে ফেললেন বলিউডের ‘বাবলি গার্ল’  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ৮ জুন ২০১৮ | আপডেট: ০০:১৪, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডে ‘ডিম্পলড বিউটি’ নামেই পরিচিত তিনি৷ অনেকে ‘বাবলি গার্ল’ ও বলেন৷ সেই প্রীতি জিনটাই ফের শিরোনামে৷ নাম বদলে ফেললেন তিনি। গত দু’বছর আগেই বিয়ে করেছেন ফিনানশিয়াল অ্যানালিস্ট জিন গুডএনাফকে৷ তার সঙ্গে এখন প্রীতি খুব ভালো আছেন। তবে নিজের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সামঞ্জস্য রাখার জন্য প্রীতিকে কেবল আমেরিকা আর ভারত ঘুরতে হয়৷ বিদেশে বরকে সময় দিতে হয় এবং মুম্বাইয়ের কাজও সামলাতে হয়। তবে তিনি বেশ ভাল ভাবেই দুটি দিক ম্যানেজ করছেন। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজর নাম বদলে ফেলে ভাইরাল হয়ে গেলেন প্রীতি। পুরোপুরি নিজের নাম অবশ্য বদলাননি তিনি৷ নিজের নাম এবং সারনেমের মাঝে জুড়ে দিয়েছেন একটি ‘G’৷ এই নাম বদলে অনেকেই বেশ খুশি হয়েছে৷ তিনি যে শুধু নাম চেঞ্জ করেছেন তা নয়৷ মজার স্টেটাস দিয়ে বেশ ভালই মনোরঞ্জন করেছে নেটিজেনদের৷ ট্যুইট করে লিখেছেন, “বিয়ের পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার স্বামীর নাম থেকে একটা ‘G’ নিয়ে নেব৷ আর একটা ‘G’ আমার জন্য Goodenough.”

নায়িকা নিজের বিয়ে নিয়ে খুব একটা কথা বলেননি৷ চুপিসারে বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে৷ তার বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছিল৷ ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে জিনকে বিয়ে করেন তিনি৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিওতে প্রীতি নিজের লাভলাইফের কিছু কথা প্রকাশ্যে এনেছেন৷ লস এঞ্জেলসের স্যান্টা মনিকাতে ছয় বছর আগে প্রথম দেখা হয় জিনের সঙ্গে৷ সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমালাপ৷ গোটা পাঁচ বছর একে অপরকে ডেট করার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা৷

জিন গুডএনাফের আগে প্রীতির সঙ্গে নেস ওয়াদিয়ার প্রেম ছিল৷ বিয়েও ঠিক ছিল তাদের৷ কিন্তু আইপিএল চলাকালীন মদ্যপ অবস্থায় নেস সকলের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন প্রীতিকে৷ পরে প্রীতি তাকে আটকাতে গেলে, নেস তাকে ধাক্কা মারে৷ এই অপমান সহ্য না করে নেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছিলেন প্রীতি। নেসের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন প্রীতি৷ পরবর্তীকালে ২০১৩ সালে প্রীতি, নেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন৷

এখন সেসব পেরিয়ে প্রীতি সুখে শান্তিতে সংসার করছেন৷ টেলিভিশনেও বিভিন্ন শোয়ে বিচারকের আসনে দেখা যায় তাকে৷ দিন কতক আগে গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি নাকি প্রেগনেন্ট৷ তবে সেসব হেঁসেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী৷ এ বছর প্রীতিকে অনেকদিন পর দেখা যাবে সিনেমার পর্দায়৷ সানি দেওলের বিপরীতে ‘ভাইয়াজী সুপারহিট’ ছবিতে অভিনয় করবেন তিনি৷ আমিশা পাটেল, এবং আর্শদ ওয়ার্সিও রয়েছেন ছবিটিতে৷

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি