‘সেন্স অব হিউমার’-এ জায়েদ খান ও হেলেনা জাহাঙ্গীর
প্রকাশিত : ০৯:৩৫, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:১১, ১ আগস্ট ২০১৮
 
				
					বরাবরই দর্শকদের মধ্যে দারুণ আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি। এরইমধ্যে এটিতে অনেক তারকা অংশগ্রহণ করেছেন। প্রত্যেকে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয়ে এখানে আলোচনা করেছেন। তবে অনেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিব্রত হয়েছেন বলেও জানান।
‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে এবার অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র নায়ক জায়েদ খান ও নারী উদ্দ্যেক্তা, সমাজসেবিকা-টিভি টকশো উপস্থাপিকা হেলেনা জাহাঙ্গীর। গত রবিবার এই পর্বটির দৃশ্যধারণ করা হয়।
অনুষ্ঠানে জায়েদ খান চলচ্চিত্রের নানা বিষয় ও হেলেনা তার বর্তমান ব্যস্ততা, ব্যবসা এবং তার আজকের এই সফলতার রহস্যসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
খুব শিগগির ‘সেন্স অব হিউমার’ এর এই পর্বটি প্রচার হবে এটিএন বাংলায়।
এসএ/
 
				        
				    






























































