ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বডিগার্ড না থাকায় ভিড়ের মধ্যে বিপাকে মৌনি রায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

কোচবিহারের কন্যা সে। এখন অক্ষয় কুমারের নায়িকা। সিরিয়াল থেকে সোজা সিনেমায়৷ ‘গোল্ড’ দিয়ে বলিউডে হাতে খড়ি৷ তিনি মৌনি রায়। তাকে যদি ভক্তরা কাছে পেয়ে যায় কি হতে পারে? মৌনিকে সামনা-সামনি দেখতে পেয়ে ভক্তদের শুরু হয়ে যায় হইচই!

সম্প্রতি মুম্বাইতে একটি সিনেমা হলে হাজির হয়েছিলেন মৌনি রায়। আর সেখানেই হল থেকে বেরিয়ে আসতে গিয়ে মৌনি রায় পড়লেন বিপদে। হলের বাইরে ভক্তদের চাপ সামলে ওঠা প্রায় কঠিন হয়ে যায়। মোবাইল ফোন দিয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায়। ভিড় দেখে মৌনি রায় ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। শেষমেশ আমির আলি ভিড়ের মধ্যে ঢুকে রক্ষা করেন মৌনিকে৷

সূত্র : ডিএনএ ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি