ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

এফডিসিতে নায়করাজের ১ম মৃত্যুবার্ষিকী পালন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ৩১ আগস্ট ২০১৮

নায়করাজ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শুক্রবার সকাল ১০টায় প্রয়াত নায়করাজ স্মরণে এফডিসির ভিআইপি প্রোজেকশন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, আমজাদ হোসেন, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার,পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন,প্রযোজক খোরশেদ আলম খসরু, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে।  

আলোচনা অনুষ্ঠানে রাজ্জাকের কর্মজীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।

আলোচনা শেষে বাদ জুমা দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। নায়করাজ রাজ্জাক পরিচালক সমিতির আজীবন সম্মানিত সদস্য ছিলেন।

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালে কলকাতায়। ১৯৬৪ সালে ঢাকায় আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। দু’একটা সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ১৯৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম ছায়াছবি ‘বেহুলা’।

অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেছেন রাজ্জাক। ১৬টির মতো ছায়াছবি পরিচালনা করেছেন তিনি।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি