ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

গিটার বাজিয়ে কণ্ঠে গান তুললেন শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টালিউডের নায়িকা শুভশ্রী। এ মুহুর্তে রাজের ঘরনী তিনি। অভিনয়ে নিজের দক্ষতা বহু আগেই প্রমাণ করেছেন নায়িকা। বেশ কিছু সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার জানা গেলো অভিনেত্রীর অন্য এক প্রতিভার কথা। শুভশ্রী খুব ভালো গিটার বাজাতে পারেন।

সম্প্রতি এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুন্দরী। ক্যপশনে তিনি লিখেছেন, ‘আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম।’
ভিডিওতে দেখা যায়, গিটার বাজিয়ে অভিনেত্রীর গান গাইছেন। যদিও তার চেহারা দেখাননি তিনি। তবে গান শুনলে চমকে যাবে যে কেউ। গলাটা মন্দ নয় নায়িকার।

অপরদিকে, শুভশ্রীকে ইদানিং খুব একটা বাংলা সিনেমায় দেখা যাচ্ছে না। ‘বস ২’ ও ‘নবাব’র পর অনেকদিন তাকে কোনও সিনেমাতে দেখেনি দর্শক। আশার কথা হচ্ছে- দর্শককে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। পরিচালক পাভেলের আগামী সিনেমা ‘রসগোল্লা’-তে দেখা যাবে নায়িকাকে। সিনেমাটি নবীন চন্দ্র দাসের জীবন অবলম্বনে তৈরি। 
সূত্র : কলকাতা টুইন্টিফোর
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি