ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অভিনয় ছেড়ে গানের ব্যান্ড খুলছেন শুভশ্রী! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনয় ছেড়ে দিলেন শুভশ্রী! অভিনেত্রী হিসেবে বাংলা চলচ্চিত্র মহলে শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের নাম সকলেই জানেন। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যে গানও গাইতে পারেন, সেকথা কি জানা ছিল? না জানাটাই স্বাভাবিক। তবে একথা কিন্তু এক্কেবারে সত্যি, শুভশ্রী কিন্তু গানটাও গাইতে পারেন।

সম্প্রতি সোশ্যাল সাইটে স্ত্রী শুভশ্রীর একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন হাবি রাজ চক্রবর্তী। যেখানে শুভশ্রীকে গিটার বাজিয়ে ``আজ ঠোটের কোলাজ, থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম`` গানটি গাইতে শোনা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে রাজ ক্যাপশানে লিখেছেন, `` তোমার প্রথম ব্যান্ড কনসার্টের জন্য রইল অনেক শুভেচ্ছা।``

যাই হোক নতুন ভূমিকায় শুভশ্রীকে কিন্তু মন্দ লাগছে না। প্রসঙ্গত, এবছরের ১১ মে পরিচালক, প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাওয়ালি রাজবাড়িতে ঘটা করে হয় বিয়ের অনুষ্ঠান।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি