ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রকাশ পেল সাদের ‘বাঁচি তোর নিঃশ্বাসে’ 

প্রকাশিত : ০০:১৮, ২৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

শিল্পী-সুরকার হিসেবে এরইমধ্যে বেশ কিছু গানের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সাদ শাহ। তারই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম গান নিয়ে এলেন তিনি। 

গানটির শিরোনাম ‌‘বাঁচি তোর নিঃশ্বাসে’। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। মমিন খানের সুরে গানটির সংগীতাযোজন করেছেন সাদ নিজেই। 

বৃহস্পতিবার সন্ধ্যায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিওসহ এ গানটি প্রকাশ পেয়ছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন রাকিব আহমেদ। সাদের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করেছেন শাকিলা পারভীন।

সাদ শাহ গানটি প্রসঙ্গে বলেন, গানটির কথা-সুর বেশ মনের মতো হয়েছে। তার সঙ্গে মিল রেখে এর ভিডিওটি নির্মান করা হয়েছে। টাইগার মিডিয়াকে অনেক ধন্যবাদ এ গানটি প্রকাশের ক্ষেত্রে সহযোগীতা করবার জন্য। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের কাছে গানটি ভালো লাগবে। 

এসি  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি