ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

প্রথম বিবাহবার্ষিকীতে নিজেকে বদলে ফেললেন শুভশ্রী!

প্রকাশিত : ১১:৪৩, ১১ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছেন। ঠিক তার আগেই নিজেকে বদলে ফেললেন শুভশ্রী। এ বদল মানসিক নয়। এ বদল বাহ্যিক।

আসলে নতুন হেয়ার কাট করিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার নতুন লুকের ছবি।

রাজ আগেই জানিয়েছেন, প্রথম বিবাহবার্ষিকীতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গেট টুগেদার করবেন। বড় কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেই তাদের।

সদ্য কাজে ফিরেছেন শুভশ্রী। বিয়ের পর বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন। ফ্লোরে ফিরেছেন রাজের পরিচালিত ছবি ‘পরিণীতা’র হাত ধরে। নিজের প্রোডাকশনে এই প্রথম কোনও ছবি পরিচালনা করছেন রাজ।

যেমন চুটিয়ে সংসার করছেন এই জুটি, তেমনই চুটিয়ে শুটিংও করেছেন। ফ্লোরে দম্পতির পরিচালক-নায়িকার সম্পর্কই ছিল। ব্যক্তিগত রসায়ন সেখানে গুরুত্ব পায়নি।

কাকতালীয় ভাবে ‘পরিণীতা’র গল্পটি পেয়েছিলেন রাজ। ফেসবুকে অনেকেই গল্প লেখেন। সে রকম একটি গল্প ভাল লেগে যায় পরিচালকের। এ ছবিতে রয়েছে উত্তর কলকাতার একটি পাড়ার গল্প। সেখানে পাড়াতুতো প্রেমও আছে। সব মিলিয়ে বিয়ের পর কেরিয়ারে রাজ-শুভশ্রী জুটির কেমিস্ট্রির অপেক্ষায় রয়েছেন দর্শক।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি