ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

হ্যাপি অ্যানিভার্সারি টু আস : ফারুকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৬ জুলাই ২০১৯

সংসার জীবনের ৯ বছর পূর্ণ করলেন শোবিজের জনপ্রিয় জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। আর এর মধ্য দিয়ে তারা দাম্পত্য জীবনের এক দশকে পা রাখলেন। এদিকে দিনটিকে স্মরণীয় করে রাখতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন নিমার্তা ফারুকী।

ফারুকীর সর্বশেষ সিনেমা ‘শনিবার বিকেল’র শুটিং সেটে দেড় বছর আগে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেন তিনি। এটি ধারণ করেছিলেন নির্মাতা আদনান আল রাজিব। সেখানে বিশেষ একটি মুহূর্তে ফারুকীকে জড়িয়ে ধরেন তিশা। এই সময় উপস্থিত অন্যরা হাততালি দেন।

ভিডিওর সঙ্গে ক্যাপশনে ফারুকী লেখেন, ‘ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেয়ে মুহূর্তে, নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা নুসরাত ইমরোজ তিশা! হ্যাপি অ্যানিভার্সারি টু আস।’

অন্যদিকে নিজের ফেসবুক পেজে একাধিক বার্তা প্রকাশ করেন তিশা। তিশা জানান, নয় বছরের এই যাত্রা সব সময় একই রকম ছিল না। নানা ধরনের অনুভূতি এর সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সব মিলিয়ে অসাধারণ। সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ দেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ককে আরও পোক্ত করেন ফারুকী-তিশা।

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি