এম. আর. হাসানের নতুন গান ‘অচিন পুর’
প্রকাশিত : ০৯:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৯

সঙ্গীত প্রতিষ্ঠান ‘সিডি চয়েস মিউজিক’ এর নিজস্ব তত্ত্বাবধানে আগামী ৩ অক্টোবর তাদের ইউটিউব অফিসিয়াল চ্যানেল থেকে অবমুক্ত হচ্ছে উদীয়মান শিল্পী এম. আর. হাসানের নতুন গান ‘অচিন পুর’।
গানটির কথা লিখেছেন গায়ক নিজেই। এছাড়াও গানটির সুর করেছেন মাঝহারুল ইসলাম মাসুম এবং সঙ্গীতায়ন করেছেন আহমেদ সজীব।
সিডি চয়েস মিউজিক এর কর্ণধার এমদাদ সুমন এর তত্ত্বাবধানে ভিডিওটির মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন মডেল তারকা রনি এবং স্নেহা।
ডি. ও. পি. সুমন ইমরান এবং পরিচালনা করেছেন মাঝহারুল ইসলাম মাসুম। এটি অত্যন্ত সুন্দর একটি রোমান্টিক গান। গানটির ব্যাপারে এম. আর. হাসান খুবই আশাবাদী। তিনি সবাইকে গানটি দেখার অনুরোধ করেছেন।