ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রণবীর সিংয়ের সঙ্গে অভিনয়ে রাজি নন দীপিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ২৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

'গোলিয়োঁ কী রাসলীলা', রাম-লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' সহ একের পর এক হিট, ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয় করেছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। এমনকি খুব শীঘ্রই 'দীপবীর' জুটিকে দেখা যাবে কবীর খানের '৮৩' ছবিতে। যেখানে কপিল দেব ও তাঁর স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে 'দীপবীর' জুটিকে।

তবে এর মধ্যেই শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে অভিনয় করতে অস্বীকার করছেন দীপিকা। খবর মুম্বই মিরর’র।  

জানা যায়, দীপিকা ইতোমধ্যে রণবীরের বিপরীতে তিনটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবে দীপিকার এমন ব্যবহারে ভক্তদের প্রশ্ন তবে কি 'দীপবীর'-এর সুখের স্বর্গে কোনও সমস্যা তৈরি হয়েছেন? তবে বিষয়টি তা নয়। 

কোনও রকম ঢাকঢোল না পিটিয়ে বিনয়ের সঙ্গেই দীপিকা রণবীর সিংয়ের বিপরীতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন। কারণ হিসেবে 'দম্পতি' হিসাবে তাঁদের ইমেজকে বারবার প্রকাশ্যে আনায় দর্শকদের কাছে বিষয়টা একঘেয়ে হয়ে যেতে পারে বলে জানান দীপিকা। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি