ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

মায়ের বিয়ে দিলেন সন্তানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২৩:২৪, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সারাবাড়ি সরগরম হয়ে উঠেছে। চারদিকে আলোর খেলা। জুন মাল্যর বাড়িতে আজ আনন্দের ধুম বয়ে যাচ্ছে। গতকাল শনিবার জুনের বিয়ে রেজিস্ট্রি হয়েছে। পাত্র সৌরভ চট্টোপাধ্যায়। আজকে রাতে রিসেপশন। অবশেষে চার হাত এক হতে চলেছে। জুনের দু’সন্তান পাশে থেকে দিলেন মায়ের বিয়ে।

শনিবার রেজিস্ট্রির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। ছিলেন সস্ত্রীক অরিন্দম শীলও। জুনের দুই সন্তান শিবেন্দ্র এবং শিবাঙ্গিনীও সামিল হয়েছিল অনুষ্ঠানে। ছোটবেলা থেকে তাদের একা হাতে বড় করেছেন মা। অনেকগুলো বছর পেরিয়ে অবশেষে নিজের জন্য ভাবার সময় পেয়েছেন জুন। এই খুশির মুহূর্তে মায়ের পাশে দাঁড়াবে না তারা, তা কী করে হয়?

শনিবারের অনুষ্ঠানে জুন পরেছিলেন লাল রঙা সালোয়ার, সঙ্গে মানানসই জুয়েলারি। কম যান না সৌরভও। পাল্লা দিয়ে তিনিও পরেছিলেন ঘিয়ে রঙের কুর্তা। এক সঙ্গে ফ্রেমবন্দিও হয়েছেন তাঁরা। জুন জানিয়েছিলেন ঘরোয়া ভাবেই পালিত হবে বিয়ের অনুষ্ঠান। আয়োজন বিশেষ নয়। সে আলোকেই নতুন জীবনে পা দিলেন তারা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি