ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বিবাহবার্ষিকীতে নিক-প্রিয়াঙ্কার কোলে `সন্তান`, ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:০০, ২ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সন্তানের ছবি ভাইরাল হয়ে গেছে। মার্কিন পপ তারকা এবং বলিউড অভিনেত্রীর বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর দিনই হু হু করে ছড়িয়ে পড়ল নিকিয়াঙ্কার সন্তানের ছবি। কি অবাক লাগছে শুনে?

বিষয়টি একটু অন্যরকম। হঠাত করেই নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর একটি ছবি ছড়িয়ে পড়তে শুরু করে। যেখানে নিকের কোলে এক শিশুকে দেখা যায়। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ওই শিশুর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

তবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার ছবির সঙ্গে ওই শিশুকে যে পৃথকভাবে জুড়ে দেওয়া হয়েছে, তা বেশ স্পষ্ট।

সম্প্রতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একটি বিয়ের ছবি ভাইরাল হয়। যেখানে রণবীরের গলায় মালা পরাতে দেখা যায় আলিয়াকে। জানা যায়, আলিয়া এলং রণবীরের ছবিতে ফটোশপ করেই তৈরি করা হয়েছে ওই ছবি। এবার নিক-প্রিয়াঙ্কার ছবির ক্ষেত্রেও অব্যাহত সেই ধারা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি