ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৩ বছর পরে ফিরছেন শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

অভিনেত্রী শিল্পা শেঠি। বলিউডের এক সময়ের পর্দা কাপানো তারকা। অনেকদিন পর্দায় দেখা মিলছে না তার। বিয়ের পর বড় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন এই তারকা। এবার ১৩ বছরের বিরতি কাটিয়ে অবশেষে সিনেমায় ফিরছেন শিল্পা। 

অভিনেত্রীর কামব্যাক সিনেমার নাম ‘হাঙ্গামা টু’। এটি ২০০৩ সালের সুপারহিট কমেডি সিনেমা ‘হাঙ্গামা’র সিকুয়েল। 

বলিউডে ফিরে আসা নিয়ে এরই মধ্যে শিল্পা তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে ‘হাঙ্গামা টু’র সেটে শিল্পাকে বেশ রোমাঞ্চিত দেখা গেছে। 

ভিডিওতে শিল্পা তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘নতুন বছর, নতুন সিনেমা, নতুন চুলের কাট। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

নতুন সিনেমা নিয়ে ভক্তদের ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন ৪৪ বছর বয়সী এ অভিনেত্রী। ‘হাঙ্গামা টু’ নির্মাণ করছেন বলিউডের সবচেয়ে সফল কমেডি সিনেমা নির্মাতা প্রিয়দর্শন। তিনি ‘হাঙ্গামা’ও নির্মাণ করেছিলেন। আফতাব শিবদাসানি, পরেশ রাওয়াল ও রিমি সেন অভিনীত ওই সিনেমাটি সেই সময় প্রশংসা কুড়িয়েছিল। তবে সেখান থেকে কেবল পরেশ রাওয়ালকেই সিকুয়েলে নেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১৮ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। 

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে সিনে ক্যারিয়ার শুরু হয়েছিল শিল্পা শেঠির। এরপর টানা কাজ করে গেছেন। সর্বশেষ ২০০৭ সালে ‘আপনে’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন। এরপর কয়েকটি সিনেমায় অতিথি চরিত্রে থাকলেও পুরো সিনেমায় আর দেখা যায়নি তাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি