ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

উত্তর প্রদেশে বজ্রাঘাতে একদিনেই ২৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৫ জুলাই ২০২০

ভারত’র উত্তর প্রদেশ রাজ্যের মানচিত্র

ভারত’র উত্তর প্রদেশ রাজ্যের মানচিত্র

Ekushey Television Ltd.

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলার গতকাল শনিবার বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে’র। 

রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলাহবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন কাউশাম্বিতে ২ জন এবং জৈনপুরে ১ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রয়াগরাজে ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে রাজ্যের এছাড়া ত্রাণ কমিশন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এদিকে এসব মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি করে দেয়ার নির্দেশও দেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি