ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পোড়ানো ব্যালট পত্র শেয়ার করলেন ট্রাম্প পুত্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ভোট গণনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা মানুষের মনে সন্দেহ ও অবিশ্বাস তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ ওঠেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নির্বাচনের ব্যালট পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দৃশ্যত ৮০টি ব্যালট পত্র একটি ব্যাগে ঢুকিয়ে, তার ওপর তেল ঢেলে তা জ্বালিয়ে দেয়া হচ্ছে। আর এই ভিডিওটি শেয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক।

তবে ভার্জিনিয়া বিচ শহরের কর্মকর্তারা এ নিয়ে ভোটের দিনেই এক বিবৃতি প্রকাশ করেছেন এবং তাতে তারা জানিয়েছেন যে ব্যালট পত্রগুলোতে কোন সরকারি ছাপ ছিল না এবং সেগুলো ছিল স্যাম্পল, বা ব্যালট পত্রের নমুনা।

বিবিসি জানায়, ভার্জিনিয়া বিচ শহরের মেয়র নিজে একজন রিপাবলিকান। এর পরও এরিক ট্রাম্প ভিডিওটি টুইটারে শেয়ার করেন যেটিতে এক লক্ষ বার লাইক দেয়া হয়, শেয়ার করা হয় এবং নানা ধরনের কমেন্ট করা হয়। তার এই পোস্টটি যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে টুইটার সেটি বন্ধ করে দিয়েছে।

তারপরও ভিডিওটি ইউটিউবে শেয়ার করা হয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ এব্যাপারে এখনও কোন পদক্ষেপ নেয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি