ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

এই সাবানের দাম ২ লক্ষ টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১২ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

এটি পৃথিবীর সবচেয়ে দামি সাবান। এক পিস সাবানের দাম ৪০, ৫০ বা খুব বেশি হলে ২০০ টাকা দামের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?

অবিশ্বাস্য হলেও দু’লাখি এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে। লেবাননের একটি পরিবার এই বহুমূল্য সাবান তৈরি করে। নাম খান আল সাবুন। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার। 

কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩-তে প্রথম বানানো হয় খান আল সাবুন।

কেন এত দাম? হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুঁড়ো দেওয়া হয়। তিন গ্রাম হিরের গুঁড়ো, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি