ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫

ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ১৯ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে রকেট হামলার ঘটনা ঘটেছে। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন ওই এলাকায় দু’টি রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। 

ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘বাগদাদের গ্রিন জোনে শনিবার মধ্যরাতে দু’টি কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়।

এর মধ্যে প্রথম রকেটটিকে ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

গুলি করে ধ্বংস করা রকেটটি গ্রিন জোনের ভেতরে মার্কিন দূতাবাসের কাছেই পড়ে। অন্যদিকে দ্বিতীয় রকেটটি যেখানে আঘাত হানে সেখান থেকে মার্কিন দূতাবাসের দূরত্ব মোটামুটি ৫০০ মিটার বলে জানা গেছে। 

এই হামলার ব্যাপারে এখনও কেউ দায় স্বীকার করেনি।

সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে বেশ কিছু রকেট বা ড্রোন হামলার ঘটনা ঘটেছে। 

মূলত যুক্তরাষ্ট্র বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোই এই ধরনের হামলা চালিয়ে থাকে। 

সূত্র: এনডিটিভি

আরএমএ/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি