ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

মিশরের কারাগারে অনশন শুরু আবদেল ফাত্তাহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৫ এপ্রিল ২০২২ | আপডেট: ১৭:০৯, ৫ এপ্রিল ২০২২

মিশরীয় অ্যাক্টিভিস্ট আলা আবদেল ফাত্তাহ সপ্তাহান্তে কারাগারে অনশন শুরু করেছেন। দেশটিতে ২০১১ সালের বিপ্লবের মূল হোতা এই অ্যাক্টিভিস্টের মা লায়লা সয়েফ সোমবার এ কথা জানান।

তিনি বলেন, ফাত্তাহ খেতে অস্বীকৃতি জানাচ্ছেন। কারাগারে তার অবস্থা অবশ্যই পাল্টাতে হবে। 

তিনি জানান, তার ছেলেকে নির্জন কারাকক্ষে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

সয়েফ বলেন, তাকে বই পড়া কিংবা ব্যায়ামের অনুমতি দেয়া হচ্ছে না। কারাগারটি যে কোন আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকার বিষয়ে পরিচিত।

আবদেল ফাত্তাহ ভুয়া খবর প্রচারের দায়ে দোষী সাব্যস্ত হন। ডিসেম্বরে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকেই তিনি কায়রোর তোরা কারাগারে আটক রয়েছেন। 

রমজানের প্রথম দিন থেকেই ফাত্তাহ অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন তার বোন মোনা সেইফ।

মানবাধিবার গ্রুপগুলো বলছে, মিশরে বর্তমানে প্রায় ৬০ হাজার রাজনৈতিক বন্দী রয়েছে। ফলে অনেককে কারাকক্ষে গাদাগাদি করে থাকতে হচ্ছে।- বাসস

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি