ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে কোন বিষয় গুরুত্ব পাচ্ছে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ১০:২৫, ১১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ফ্রান্সে চলছে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বের ভোটগ্রহণ৷ ডান-বাম এবং মধ্যপন্থি মিলিয়ে ১২ জন প্রার্থী অংশ নিচ্ছেন এ নির্বাচনে৷ কী ভাবছেন ভোটাররা। 

২০০২ সালের পর থেকে কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি৷ তবে এবার বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ আবার বিজয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে জরিপে৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থি মারিন ল্যঁ পেনের চেয়ে বেশ কয়েক পয়েন্টে এগিয়ে রয়েছেন মাক্রোঁ৷

প্রথম রাউন্ডে কোনো একক প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীকে নিয়ে দুই সপ্তাহ পর আরেকটি ভোট হবে৷ সেটিতে জয়ী প্রার্থীই হবেন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট৷

কিন্তু ভোটাররা আসলে কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছেন? নিজে ভোট দেয়ার পর ডয়চে ভেলেকে একটি ভোটকেন্দ্র এবং ভোট দেয়ার প্রক্রিয়া ঘুরে দেখান প্যারিস প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভুত ফরাসি নাগরিক টিএম রেজা৷

তিনি জানান, ভোটকেন্দ্রে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্ট নিয়োগের সুযোগ থাকলেও দলগুলো সাধারণত তেমন কোনো পোলিং এজেন্ট কেন্দ্রে নিয়োগ করে না৷ শহর পরিচালনা কর্তৃপক্ষই এই নির্বাচনের প্রক্রিয়া দেখভাল করে৷

ভোট দিতে যাওয়া ফরাসি নাগরিকদের কাছে ডয়চে ভেলের প্রশ্ন ছিল, ভোট দেয়ার সময় প্রার্থী বাছাইয়ে ভোটাররা কোন বিষয়টি নজরে রাখেন৷ একজন ভোটার জানান, ‘‘যার রাজনৈতিক অভিজ্ঞতা বেশি, তাকেই ভোট দিবো৷''

আরেকজন জানান, ‘‘আমরা সব প্রার্থীকে চিনি৷ ফলে আমরা জানি কে দেশের সবার জন্য কথা বলে৷ যে দেশের জন্য কতা বলে তাকেই আমরা ভোট দিব৷''

এক নারী ভোটার জানান, ‘‘আমি তাকেই পছন্দ করবো যে সব মানুষের কথা, মানবতার কথা বলবে৷ সে মুসলিম হোক, বা অন্য কোনো বংশোদ্ভূত হোক৷'' তিনি জানান, ফ্রান্সে সব জাতিগোষ্ঠীর মানুষকে সমানভাবে দেখা হয়, ধর্ম বা জাতি বা বর্ণ অনুসারে বৈষম্য করা হয় না৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি