ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

চরম উত্তেজনার মধ্যেই বাইডেন-মোদির বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ০৮:৩৪, ১১ এপ্রিল ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন, তারউপর শ্রীলংকায় আর্থিক সংকট ও চীনের হুমকি- এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাইডেন-মোদির বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে।

তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো-প্রশান্ত মহাসাগীয় অঞ্চল, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতিসহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা মতবিনিময় করবেন। এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদির সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের। সোমবারের আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এই ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি