ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

ফিলিপাইনসে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ০৯:১০, ২৭ জুলাই ২০২২

ফিলিপাইনে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন অনেকে। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশে পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় এই ভূমিকম্পে ক্ষতির পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।  

ভূমিকম্প আঘাতের পরে বেশ কয়েকটি আফটারশক অনূভূত হয়েছে বলেও জানা গেছে। তবে আরও আফটাকশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফিলিপিনো কর্তৃপক্ষ।

এর আগে ১৯৯০ সালে উত্তর ফিলিপাইনে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছিল। 

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি