ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫

ইরাকের কুর্দিস্তানে ইরানের হামলা, নিহত ১৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ১৩ জন নিহত হয়েছেন। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জঙ্গি স্থাপনায় হামলা চালানো হয়েছে। যারা ইরানের সাম্প্রতিক দাঙ্গাকে সমর্থন করেছিল। সতর্ক করে বলা হয়েছে, আরও হামলা চালানো হতে পারে।

ইরাকি কুর্দি সূত্র জানিয়েছে, বুধবার সকালে ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়ার কাছে ইরানি কুর্দিদের অন্তত ১০টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরাকের কুর্দিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সামান বারজাঞ্চি এক বিবৃতিতে বলেছেন, ইরবিল ও সুলায়মানিয়ার কাছে হামলায় ১৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। নিহতদের মধ‌্যে এক অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। এছাড়া, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি