ঢাকা, শুক্রবার   ২৯ আগস্ট ২০২৫

সুনাককে বাইডেনের টেলিফোন

যুক্তরাজ্য আমেরিকার ‘ঘনিষ্ঠ মিত্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে টেলিফোন করেছেন। এ সময় তিনি বলেন, “যুক্তরাজ্য আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশ।”

সুনাক হলেন বিগত দুই মাসের মধ্যে দেশটির তৃতীয় নেতা। ১০ নম্বর ডাউনিং স্ট্রীট এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সুনাকের দপ্তর জানায়, টেলিফোনে দুই নেতা যুক্তরাজ্য ও আমেরিকার মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং ইন্দো-প্যাসিফিকের মতো বিভিন্ন অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা উত্তর অ্যায়ারল্যান্ডের অনেক বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা করেন।

আগামী মাসে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে ট্রান্স-আটলান্টিক মিত্ররা সরাসরি সাক্ষাত করবেন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি