ঢাকা, শনিবার   ৩০ আগস্ট ২০২৫

আবারও কমনওয়েলথ অ্যাওয়ার্ড জিতল সোনালী লাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ২৯ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

 

বাংলাদেশের দ্রুতবর্ধনশীল শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় বারের মতো মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-এ একাধিক বিভাগে স্বীকৃতি অর্জন করেছে।

গত ২৯ আগস্ট (শুক্রবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুর রহমান এবং উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান।

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করে, ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার, বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার। 

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন:“এই অর্জন আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটালাইজেশন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির অঙ্গীকারেরই প্রতিফলন। এ স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।”

কমনওয়েলথ পার্টনারশীপ সামিট ও বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ। উল্লেখ্য, ২০২৩ সালেও সোনালী লাইফ ছয়টি ক্যাটাগরিতে একই স্বীকৃতি লাভ করেছিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি