ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ভারতের উত্তরাঞ্চলে তাপমাত্রা ২ ডিগ্রিতে নামতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১২:১৯, ১৫ জানুয়ারি ২০২৩

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ১৫-১৮ জানুয়ারির মধ্যে রাজস্থানের কিছু জায়গায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি থাকবে। ১৬-১৭ জানুয়ারি হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে।

দিন কয়েক ঠান্ডার কামড় থেকে সামান্য রেহাই পেলেও ১৫-১৮ জানুয়ারি উত্তর ভারত জুড়ে আবার নতুন করে বাড়বে শৈত্যপ্রবাহের দাপট। সঙ্গে থাকবে ঘন কুয়াশাও। পূর্বাভাস অনুযায়ী রোববার সকাল থেকেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাংশে।

তা ছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের কিছু অংশে, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে। অন্য দিকে, অরুণাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সিকিম, অসম এবং আন্দামান এবং নিকোবরের বেশি কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। ফলে তাপমাত্রা নতুন করে কমতে শুরু করেছে এই সব জায়গায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩ দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী ৩ দিনের মধ্যে মধ্যপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। ফলে পূর্ব ভারতের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ১৫-১৮ জানুয়ারির মধ্যে রাজস্থানের বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। অন্য দিকে, ১৬-১৭ জানুয়ারি হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভয়ানক শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। শুধু তাই-ই নয়, আগামী ৫ দিন পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশে সকালে ঘন কুয়াশা থাকবে।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি