ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

প্রকাশ্যে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের বিরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৭ মে ২০২৩ | আপডেট: ১০:১৬, ১৭ মে ২০২৩

সেনাবাহিনীর স্থাপনায় যারা হামলা চালিয়েছেন তাদের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসিম মুনির। সেনাপ্রধানের এমন হুমকিতে সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের যে বিরোধ চলছিল তা প্রকাশ্যে চলে এলো।

সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। 

বিবৃতিতে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে সেনা স্থাপনা এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান সেনাপ্রধান। 

এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেন, তাকে গ্রেফতারের পেছনে ক্ষমতাসীন জোটের হাত রয়েছে। ইমরান অভিযোগ করেছেন, তাঁকে গ্রেফতারের ঘটনা লন্ডনে থাকা নওয়াজ শরীফের পরিকল্পনা অনুযায়ী হয়েছে।

গত বৃহস্পতিবার (১১ মে) ইমরান খানের গ্রেফতারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন পাকিস্তান সুপ্রিম কোর্ট। এর একদিন পর তাকে জামিন দেয়া হয়।

ইমরান খানকে গ্রেফতারের পরেই সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় ১০ জন প্রাণ হারান। এসব বিক্ষোভ থেকে দুই হাজারেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

এসময় রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনাতেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি