ঢাকা, শনিবার   ২৩ আগস্ট ২০২৫

হামলার পর জয়শঙ্করের এক লাইনের বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের একটি বার্তা শেয়ার করেছেন।

সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় জয়শঙ্কর লিখেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ খবর এনডিটিভি’র।

‘অপারেশন সিঁন্দুর’ নামে চালানো এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের নয়টি কথিত সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয় বলে দাবি ভারতের। 

এই ঘাঁটিগুলোতে লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মোহাম্মদ-এর মত চিহ্নিত জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম চলছিল বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জয়শঙ্কর ইতিমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পেহেলগাম হামলার বিচার নিশ্চিত করার ভারতের সংকল্পের কথা জানিয়েছেন।

এদিকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 
 
পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
 
সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
 
অন্যদিকে, পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। বুধবার ভোরের এ হামলায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি