ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহার করেছে চীন-ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪৫, ২৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

চীন ও ভারতের সীমান্তের বিবদমান এলাকা থেকে উভয় দেশের সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে। ফলে সীমান্ত নিয়ে দু`দেশের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলে আসা উত্তেজনার অবসান হয়েছে। খবর: বিবিসি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে চীন সফরে যাবার আগে সীমান্ত নিয়ে দুপক্ষের মাঝে সমঝোতার ঘোষণা এলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "সীমান্ত লঙ্ঘনকারী ভারতীয় সৈন্যদের তাদের নিজের সীমানার ভেতরে সরিয়ে নেয়া হয়েছে।"

অন্যদিকে ভারত বলছে দুই দেশের মধ্যে একটি সমঝোতার পর ভারতীয় সেনাদের সীমান্ত থেকে সরিয়ে আনা হয়েছে। সীমান্তে উত্তেজনা শুরুর পর থেকে ভারত ও চীন পরস্পরকে সে এলাকা থেকে সরে যাবার জন্য সতর্ক করে দিচ্ছিল।

গত জুন মাসের মাঝামাঝি সময়ে চীন ডোকলাম সীমান্তে একটি রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিলে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। সীমান্তের যে জায়গাটি নিয়ে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা শুরু হয়েছিল সেটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম এবং ভুটানের সাথে সংযোগস্থলে অবস্থিত।

এ জায়গাটি ভুটান তাদের সীমান্ত বলে দাবী করে এবং তাদের এই দাবীকে ভারত সমর্থন করছে। কিন্তু চীন মনে করে সে জায়গাটি তাদের সীমান্তের অংশ।

সাংহাই থেকে বিবিসির সংবাদদাতা রবিন ব্র্যান্ট জানিয়েছেন, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সীমান্ত পরিস্থিতি নিয়ে তাদের পরিষ্কার বিজয় দাবী করছে। কারণ ভারতীয় সৈন্যদের `সীমান্ত লঙ্ঘনকারী` হিসেবে বর্ণনা করেছে চীন।

এদিকে দিল্লী থেকে বিবিসির সংবাদদাতা সঞ্জয় মজুমদার জানাচ্ছেন, চীনের জন্য এটি দৃশ্যত একটি বিজয় হলেও ভারতের সংবাদমাধ্যম কিংবা সরকার বিষয়টি সেভাবে দেখছে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত কয়েক সপ্তাহ ধরে চীনের সাথে যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলেছে তার ফলাফল হিসেবেই এ সৈন্য প্রত্যাহার করা হয়েছে।

তবে বাস্তবে কী ঘটেছে সেটি বোঝা বেশ কঠিন। কারণ কোন পক্ষ ছাড় দিয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি