ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রোহিঙ্গা সংকট : সু চির নিন্দার অপেক্ষায় মালালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ৪ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতার নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের  নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসূফজাই। একই সাথে এই সহিংসতার দ্রুত অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।

মালালা জানিয়েছেন, রোহিঙ্গাদের উপর সহিংসতার ব্যাপারে সু চির নিন্দার অপেক্ষায় রয়েছে সারা বিশ^। তিনি বলেন, সহিংসতা বন্ধ না হলে মানবতা বিপন্ন হবে। রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে বসবাস করছে সেখানে মিয়ানমার সরকার তাদেরকে নিজেদের নাগরিক বলে অস্বীকার করছে। এরূপ পরিস্থিতিতে মালালার প্রশ্ন তাহলে রোহিঙ্গারা যাবে কোথায়?

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার উপরও তিনি গুরুত্বারোপ করেন। রাখাইনে সরকারি বাহিনী রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। এ রকম পরিস্থিতিতে নিজেদের রক্ষার  জন্য গত এক সপ্তাহে হাজারো রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে । সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য মিয়ানমার সরকার আরাকান রোহিঙ্গা সারভেশন আর্মিকে দায়ী করে। এ হামলার পর থেকেই রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়। এতে রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সূত্র: ডন

এমএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি