ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

সু চির নোবেল কেন কেড়ে নেওয়া হবে না?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অং সান সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পদক পেয়েছিলেন । অহিংস আন্দোলনকারী সু চি দীর্ঘ দিন কারাবাসের পর এখন মুক্ত। বর্তমানে তিনি মিয়ানমার সরকারের পররাষ্ট্রমন্ত্রী । আরাকান রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হচ্ছে হত্যা, ধর্ষনসহ নানা পাশবিক নির্যাতন । এ অত্যাচার-নিগ্রহ  থেকে রক্ষা পেতে রোহিঙ্গারা পাশের দেশ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

প্রতিদিন সাগরে ও নদীতে ভাসছে রোহিঙ্গা শিশুদের লাশ । জাতিসংঘের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি ৮৭ হাজার রোহিঙ্গা আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করছে। কিন্তু এরুপ পরিস্থিতিতে অং সান সু চি নিরব ভূমিকা পালন করছেন। এ ব্যাপারে সু চির কোনো উদ্যোগ ও পদক্ষেপ নেই । এমতাবস্থায় বিশ্বের বিভিন্ন স্থানে ভিক্ষোবকারীরা অং সান সু চির নোবেল পুরস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেছে। বলা হচ্ছে, কেন সু চির নোবেল ফিরিয়ে নেওয়া হবে না? সু চির পদক আদৌ কি কেড়ে নেয়া হবে ? সু চির পদক কেড়ে নেয়া কি সম্ভব?  এসব নিয়ে তর্ক উঠেছে ।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, ইন্দোনেশিয়ার জাকার্তায় বিক্ষোভকারীরা সু চির পদক কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন । বিক্ষোভকারীরা পুড়িয়েছেন সু চির কুশপুত্তলিকা।

জাকার্তায় বিক্ষোভকারীদের একজন বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলার সময় সারা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে ।

এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের  নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসূফজাই । একই সঙ্গে এই সহিংসতার দ্রুত অবসানের আহবান জানান তিনি। মালালা জানিয়েছেন রোহিঙ্গাদের ওপর সহিংসতার ব্যপারে সু চির নিন্দার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব। তিনি বলেন, সহিংসতা বন্ধ না হলে মানবতা বিপন্ন হবে। রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে বসবাস করছে সেখানে মিয়ানমার সরকার তাদেরকে নিজেদের নাগরিক বলে অস্বীকার করছে। এরুপ পরিস্থিতিতে মালালার প্রশ্ন তাহলে রোহিঙ্গারা যাবে কোথায়?

স্টলসেট ১৯৯১ সালে সু চিকে নোবেল দেয়ার কমিটিতে ছিলেন । তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার কখনো ফেরত নেওয়া হয় না । তিনি আরোও বলেন. ‘যখন সিদ্ধান্ত হয় এবং পদক দেয়া হয় তখনই কমিটির দায়িত্ব শেষ হয় ।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি