ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রোহিঙ্গা নিপীড়ন

মিয়ানমারের সঙ্গে বণিজ্যিক সম্পর্ক ছিন্ন মালদ্বীপের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সরকারি বাহিনীর পাশবিক নির্যাতনের নিন্দা জানিয়েছে মালদ্বীপ। মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালদ্ধীপ । মালদ্ধীপ রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের মাহাসচিবের কাছে রোহিঙ্গাদের ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে মালদ্বীপ। এ রকম পরিস্থিতিতে নিজেদের রক্ষার জন্য গত এক সপ্তাহে ৯০ হাজার  রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে । সম্প্রতি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে । এ হামলার জন্য মিয়ানমার সরকার আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মিকে দায়ী করে। এ হামলার পর থেকেই রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন ও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয় । সূত্র: মালদ্বীপ ইন্ডিপেনডেন্ট।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি