ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তুরস্ক প্রস্তুত : এরদোয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০৮, ১০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিজেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।  তিনি বলেন, রোহিঙ্গাদের জীবন নিয়ে খেলা বন্ধ করতে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা কাজ করতে চাই। পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে মুসলিম দেশগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

গতকাল শনিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ওআইসির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রথম শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের মানবিক বিপর্যয় প্রতিরোধে মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায় আঙ্কারা। রাখাইন ভাইয়েরা অমানবিক নির্যাতন-নিপীড়ন ভোগ করছে, তাদের বাধ্য করা হয়েছে ঘরবাড়ি ছেড়ে যেতে। পাশাপাশি রোহিঙ্গাদের প্রতি এই অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলেও জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, তুরস্কের ত্রাণ পাঠানোর আগ্রহের কথা বাংলাদেশের কর্তৃপক্ষকে জানিয়েছি।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি