নোবেল জয়ীদের দৃষ্টিতে মানবসভ্যতার বড় ১০ হুমকি
প্রকাশিত : ১২:৫৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

মানুষের সবচেয়ে বড় হুমকি কোনটি? এ নিয়ে সম্প্রতি একটি তালিকা দিয়েছেন নোবেল বিজয়ী ৫০ জন বিশিষ্ঠ ব্যক্তি। এ জন্য তারা ১০টি বিপজ্জনক বিষয়কে সামনে এনেছেন।
বিশিষ্ট নোবেল বিজয়ী বিজ্ঞানী ও গবেষকরা এ বিষয়গুলোই মানুষের ধ্বংসের সম্ভাব্য কারণ হিসেবে মনে করছেন। আর এগুলোর অধিকাংশই মানুষেরই সৃষ্টি। ফলে মানুষ নিজেই মানুষের কারণে ধ্বংস হবে, এমনটাই অভিমত দিচ্ছেন অনেকে।
মানবসভ্যতার বড় হুমকিগুলো নিচে দেওয়া হলো-
১. মানুষের অযাচিত কর্মকাণ্ডের কারণে পরিবেশের অবনমন
২. পারমাণু যুদ্ধ
৩. মারাত্মক সংক্রামক রোগ ও ওষুধ প্রতিরোধী রোগ জীবাণু
৪. আত্মকেন্দ্রীক মনোভাব, অসততা ও মানবিকতা হারিয়ে ফেলা
৫. ডোনাল্ড ট্রাম্পের মতো অসৎ নেতৃত্ব
৬. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা
৭. ধনী-গরিবের অসাম্য
৮. মৌলবাদিতা ও সন্ত্রাস
৯. অজ্ঞানতা ও সত্য থেকে সরে যাওয়া
১০. নেশাদ্রব্য
এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর দিক, বিশেষত মানুষের প্রাইভেসি নষ্ট করা, ইন্টারনেটে ভুল তথ্য উপস্থাপন এসব বিষয়কেও তুলে ধরা হয়েছে।
সূত্র : ফক্স নিউজ।
আরও পড়ুন