ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ধর্ষণ করতে না পারায় ছটফট করছেন রাম রহিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কারাবন্দি ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম জেলে অসুস্থ হয়ে পড়ছেন। ডায়াবেটিসের সমস্যা তো রয়েছেই। তিনি এখন জেলে বসে ছটফট করছেন। রোহতকের জেলে রাম রহিমকে পরীক্ষা করে একথাই জানিয়েছেন চিকিৎসকেরা।


গত দু’সপ্তাহ ধরে রোহতকের জেলে বন্দি রয়েছেন গুরমিত রাম রহিম সিং। দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে মোট ২০ বছরের সাজা হয়েছে তার। এহেন রাম রহিমের স্বাস্থ্য পরীক্ষা করতে জেল কর্তৃপক্ষ শনিবার একদল চিকিৎসককে ডেকে পাঠান। সেই দলে ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞও।


সূত্রের খবর, ধর্ষক বাবা ডেরা ছেড়ে জেলে ঢোকার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন। কারণ তিনি ‘সেক্স অ্যাডিক্ট’। জেলে বসে শারীরিক সুখ থেকে বঞ্চিত হয়েই ধর্ষক বাবা ছটফট করছেন। এই অবস্থায় রাম রহিমের চিকিৎসার প্রয়োজন।


দেরি হলে মারাত্মক সমস্যা হতে পারে বলে চিকিৎসকেরা মন্তব্য করেছেন। পাশাপাশি এটা এখনও স্পষ্ট নয় যে বাবা রাম রহিম মাদকাসক্ত কিনা। জানা গিয়েছে, ১৯৮৮ সাল পর্যন্ত রাম রহিম মদ্যপান করত। এখন মদ না খেলেও এনার্জি ড্রিঙ্ক ও বিদেশ থেকে আনা সেক্স টনিক নিত রাম রহিম। এমনটাই দাবি প্রাক্তন ডেরা সদস্য গুরদাস সিং তুরের।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি