ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ফ্লোরিডায় ইরমার আঘাত, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিকে ডুবিয়ে ইরমা এখন পশ্চিম উপকূলে তাণ্ডব চালাচ্ছে। তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং সমুদ্রের জলোচ্ছ্বাসে ইতোমধ্যে মায়ামির বেশিরভাগ এলাকা এখন জলের নিচে। এখন পর্যন্ত ফ্লোরিডায় ৩জন নিহত হয়েছে। খবর বিবিসির।


যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার জানায়, হারিকেন ইরমার ক্ষমতা হ্রাস পেয়ে ক্যাটাগরি-৩ থেকে এখন তা ক্যাটাগরি-১। কিন্তু এর প্রভাবে সৃষ্ট বাতাসের বেগ ঘন্টায় ৮৭ মাইল। ফ্লোরিডায় আঘাত হানার আগে ক্যারাবিয়েন অঞ্চলের ১০টি দেশে তাণ্ডব চালায় ইরমা। এতে অন্তত ২৮জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরমাকে “বিগ মনস্টার” উল্লেখ করে ফ্লোরিডায় জরুরী অবস্থা জারি করেন এবং ফ্লোরিডার জন্য জরুরী কেন্দ্রীয় সহায়তার ঘোষণা দিয়েছে। ইরমার প্রভাবে ফ্লোরিডায় ৩.৫ মিলিয়ন বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে এবং মায়ামির বেশিরভাগ এলাকাই তলিয়ে গেছে।


আন্তর্জাতিক সময় সকাল ৬টায় হারিকেন ইরমা টাম্পা থেকে ২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থান করছে বলে জানায় জাতীয় হারিকেন কেন্দ্র। সমুদ্র তীরবর্তী শহর টাম্পায় প্রায় ৩মিলিয়ন মানুষ বাস করে। ১৯২১ সালের পর এটিই হবে টাম্পায় আঘাত হানা বড় কোন হারিকেন। হারিকেন সেন্টার জানায়, আগামীকাল মঙ্গলবার উত্তর-ফ্লোরিডা এবং দক্ষিণ জর্জিয়ায় গিয়ে দূর্বল হবে ইরমা।
//এস এইচ//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি