ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সমুদ্রের পানি উধাও! (ভিডিওসহ)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১২, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আশপাশের অনেক কিছুই হয়তো উধাও হয়ে যেতে দেখেছেন। কিন্তু সমুদ্রের পানি উধাও হতে দেখেছেন বা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে এবার জানুন। ক্যারাবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন ইরমা’র প্রভাবে বাহামার এক উপকূলে সমুদ্রের পানি উধাও হতে দেখা গেছে।

সম্প্রতি স্থানীয় এক ব্যক্তি বাহামার লং আইল্যান্ড দ্বীপের কিছু ভিডিও ও স্থিরচিত্র অনলাইনে প্রকাশ করেন। সেখানে দেখা যায় উপকূলের সমুদ্রের পানি শুকিয়ে সমুদ্র তলের মাটি দেখা যাচ্ছে। হঠাৎ করেই এ দৃশ্য অবলোকন করা যায়। ভিডিওটি ইন্টারনেট জগতে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

তবে কেন এমন হল? বিশেষজ্ঞরা বলছেন, হারিকেনের প্রভাবে যে নিম্নচাপ সৃষ্টি হয় তার কারণে অনেক সময় উপকূলের পানি শুকিয়ে যায়। তখন পানির নিচের কর্দমাক্ত মাটি বের হয়ে আসে। তবে তারা এও বলেন, পানির এমন শুকিয়ে চাওয়া সাময়িক। বাতাসের তোরে পানি অন্যত্র চলে যাবার মত। তবে কিছু সময় পানি আবার চলে আসবে। অনেক সময় সুনামির আগে আগেও এমনটা দেখা যায়।

এসএইচ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি