ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মিঠুনের দত্তক কন্যা আসছেন অভিনয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১১ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রায় দুই দশক আগের কথা। কলকাতায় রাস্তার পাশে একটি কন্যাশিশুকে পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে দেওয়া হয়।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর কাছে খবরটি পৌঁছালে তার মনে যেন কেমন এক অস্থিরতা কাজ করে। একপর্যায়ে শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা বালি।


সেই ছোট্ট দিশানী এবার সদ্য যৌবনে পা দিয়েছেন। এবার তিনি সিনেমাকে নিজের ধ্যানজ্ঞান করতে চান বলে শোনা যাচ্ছে। প্রস্তুতি নিতে বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন দিশানী। পরিবারে বাবা বড় অভিনেতা। মেয়েও লক্ষ্য অনুযায়ী  প্রস্তুতি নিচ্ছেন। এভাবে এগিয়ে যেতে পারলে বলিউডে দিশানী অনেক দূরে যেতে পারবেন বলে মত বিশেষজ্ঞদের।

আগে মিডিয়ার থেকে যতোটা পেরেছেন দূরে থেকেছেন। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে যে খবরে থাকা চাই- এটা ভালো করেই বুঝে গেছেন মিঠুনকন্যা। তাই ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই হবু তারকা।

দিশানীর ফ্যাশন সেন্স নিয়েও ভূয়সী প্রশংসা করছেন সমালোচকরা। বড় বড় তারকা, পরিচালক, প্রযোজকদের সঙ্গে বেশ সুসম্পর্ক তার। এখন শুরু এগিয়ে যাওয়ার পালা।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি