ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন নার্সিং হোমে আটজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইরমায় কয়েক দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা একটি নার্সিং হোমে আটজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে নার্সিং হোমটির শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলো (এয়ারকন্ডিশনার) বন্ধ ছিল। এতে আট জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। এদের প্রত্যেকের বয়স ৭০ থেকে ৯৯ বছরের মধ্যে। খবর আল জাজিরার।


অঙ্গরাজ্যটির ব্রাওয়ার্ড কাউন্টির মেয়র বারবারা শেরিফ বলেন, হলিউড শহরে নার্সিং হোমে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অন্য পাঁচজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।


ইরমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনায় বিদ্যুৎবিহীন রয়েছে এক কোটি মানুষ। রোববার সকালে চতুর্থ ক্যাটাগরির হারিকেন হিসেবে ফ্লোরিডায় আঘাত হানা এই ঝড়ে দেশটিতে ২৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার ঝড়টি কিছুটা দুর্বল হয়েছে।


এর আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডবলীলা চালায় ইরমা, যেখানে ৪০ জনের মতো মানুষ নিহত হয়েছে।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট দুর্যোগ ব্যবস্থাপনাকর্মীদের নার্সিং হোমগুলোর পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছেন। একই সঙ্গে বিভিন্ন আবাসস্থলে থাকা লোকজন নিরাপদে আছে কি না, সেটিও দেখার নির্দেশ দেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি