ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

চট্টগ্রাম মেডিকেলে ২৫ দিনের দগ্ধ রোহিঙ্গা শিশু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৫ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:০২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমারে সেনাবাহিনীর নৃসংশ অভিযানে বাংলাদেশে পালিয়ে আসা আরও তিন  আহত রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অগ্নিদগ্ধ ২৫ দিন বয়সী এক শিশুও রয়েছে।

টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবির মেডিকেল ক্যাম্প থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোরে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাল নিয়ে আসা হয়। তারা হলেন- মিয়ানমারের রচিদং এলাকার সৈয়দ নূরের ২৫ দিন বয়সি ছেলে সাইফুল আরমান, সালিমউল্লাহ (৪৫) ও হাফেজ আহমেদ (১৬)। তিনি বলেন, শিশু আরমান আগুনে দগ্ধ হয়েছে, অন্য দুজন দুর্ঘটনায় আহত।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে। এর পর থেকে গত তিন সপ্তাহে মোট ১১১ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন, যাদের অনেকেই এসেছেন গুলি ও পোড়া ক্ষত নিয়ে। এদের মধ্যে দুইজন গত ২৬ আগস্ট ও ৩০ আগস্ট মারা যান। ২৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি