ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬

জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন বিদ্রোহী সেনাদের দখলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশটির সেনাপ্রধানের বিরুদ্ধে সেনা অভ্যূত্থানের অভিযোগ আনার পর সেনা সদস্যরা বুধবার রাজধানী হারারে জুড়ে অবস্থান নিয়েছে। বিদ্রোহী সেনারা ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন জেবিসি স্টেশন দখলে নিয়েছে।

৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের নেতৃত্বাধীন দল জানু-পিএফ সেনাপ্রধান জেনারেল কনস্টাতিনো চিয়েংগা ও তার মিত্রদের হুঁশিয়ারি দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপণাগুলোতে অবস্থান নিয়েছে তারা।

এক বিবৃতিতে সেনারা দাবি করেছে যে, শুধু সন্ত্রাসীদের লক্ষ্য করছে তারা, মুগাবেকে নয়। মুগাবেকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনাও নেই তাদের। প্রেসিডেন্ট মুগাবে ও তার পরিবার নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

সূত্র : রয়টার্স

এমআর

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি