ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হবু স্ত্রীর আংটির নকশা করলেন প্রিন্স হ্যারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ২৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩৬, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের সাথে অনুষ্ঠিতব্য বিয়েতে মেগানের বিয়ের আংটির নকশা করলেন প্রিন্স হ্যারি। হবু স্ত্রীর প্রিয় হলুদ স্বর্ণ দিয়ে বানানো মূল কাঠামোর ওপর নকশা করা হয় আংটির। আগামী বসন্তে ব্রিটিশ এ রাজপুত্রের সঙ্গে টিভি তারকা মেগানের বিয়ের খবরের পর বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান এই হবু দম্পতি।

মূল কাঠামোর ওপর যে প্রধান পাথরটি বসানো হয়েছে তা বতসোয়ানা থেকে সংগ্রহ করা। রাজপুত্র হ্যারি বলেন, আংটিটির দুই পাশে যে হীরে আছে তা আমার মা (প্রিন্সেস ডায়ানা) এর অলংকার থেকে নেয়া। বেসামাল এই জীবনপথে আমরা দুই জন একসাথে আছি এমনই অর্থ বহন করে এই হীরে দুটি।

অন্যদিকে মেগান বলেন, এটা সে নকশা করেছে এবং খুবই সুন্দর এটা। সত্যিই অবিশ্বাস্য।

তবে পারিবারিক হীরে দিয়ে নিজের হবু স্ত্রীর বিয়ের আংটি নকশা করা প্রথম রাজপুত্র নন হ্যারি। এর আগে প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবার্গ, তার মা প্রিন্সেস এলিস এর টায়রার হীরে দিয়ে রাণী দ্বিতীয় এলিজাবেথ এর সাথে তার বিয়েতে রাণীর আংটির নকশা করেন। এরপর প্রিন্স উইলিয়াম তার মা প্রিন্সেস ডায়ানার বিখ্যাত নীলকান্তমনি দিয়ে কেট মিডলটনের সাথে তার বিয়েতে মিডলটনের আংটির নকশা করেন।

 

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি