ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

গলফ খেলে আর টুইট করে বড়দিন উদযাপন ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্রেসিডেন্সিয়াল ও ব্যক্তিগত ঐতিহ্যের মিশেলে বড়দিনের আগের দিনটি উদযাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনাদের শুভেচ্ছা জানিয়ে, গলফ খেলে ও টুইট করে দিনটি অতিবাহিত করেন তিনি। অন্য সকালগুলোর মতো এই দিনটিও তার শুরু হয় সিরিজ টুইট দিয়ে। এ দফায় তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ‘ফেক নিউজ’, ‘ভুয়া জরিপ’ এবং এফবিআই-এর একজন উপ-পরিচালক।

ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প কুয়েত, কাতার ও গুয়ান্তানামো বে-তে দায়িত্ব পালনকারী মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা জানান ট্রাম্প। এ সময় তার মধ্যে উৎসবের ছাপ ছিল স্পষ্ট।

ফ্লোরিডায় নিজের বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগো থেকে ভিডিও কনফারেন্সে সেনাদের কাছে মার্কিন প্রেসিডেন্টের বার্তা পৌঁছান ট্রাম্প। এ সময় তিনি সেনাদের এবং তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের তিনি ‘দুনিয়ার শ্রেষ্ট সন্তান’ হিসেবে আখ্যায়িত করেন।

২০১৭ সালের আঘাত হানা হারিকেন মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য ইউএসএস স্যাম্পসন ও কোস্ট গার্ডের নাবিকদের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস ও পুয়ের্তো রিকো’র কথা উল্লেখ করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চাই আপনাদের বড়দিন খুব আনন্দদায়ক হোক। আমরা বলতে পারি শুভ বড়দিন, আবারও খুব গর্ব করে বলতে পারি। শুভ বড়দিন।’

বড়দিনের ছুটি শুরু হওয়ার আগে গত শুক্রবার বহুল আলোচিত ট্যাক্স বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। তার স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর কিছু সময় পরই শুরু হয় বড়দিনের ছুটি। হোয়াইট হাউস ছেড়ে সস্ত্রীক ব্যক্তিগত রিসোর্টে ছুটে যান ট্রাম্প। 

 

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি