ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় নৌকা ডুবিতে ৮ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়ার উপকূলে নৌকা ডুবিতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ  হয়েছেন বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার কালিমানটান উপদ্বীপের কাছে শিশুসহ ৪৮ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই ডুবে যায় । এতে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ওই নৌকাটি তারাকান থেকে বোর্নিও উপদ্বীপের তানজোং সেলোরের দিকে যাত্রা শুরু করেছিল। জাতীয় উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানায়, ১৩ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া বাকিদের ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি